নোয়াখালী বেগমগঞ্জের ৪নং আলাইয়ার পুর ইউনিয়ন পরিষদের মিয়াপুর এলাকায় সাইফুল নামে এক গ্রাম্য ডাক্তারকে রাতে দাফনের কাপন চুরির সময় এলাকাবাসী আটক করে। পরে তার দোকান থেকে কাপনের কাপড়, মানুষের কঙ্কাল, গাঁজা, সিন্ধুর ও যাদু টোনা করার দ্রব্য সামগ্রী উদ্ধার করে এলাকার জনগন। তার ব্যবহার করা মোবাইলে মৃত ব্যাক্তিদের ছবি ও পাওয়া যায়। সে বিগত ৬ থেকে ৭ বছর যাবত এ কাজ করে আসছে। আরো জানা যায় কুপরী করে মানুষকে হত্যা করেছে। এ সকল ঘটনায় এলাকায় ব্যাপক ভীতি ও ক্ষোভ প্রকাশিত হয়। মিয়াপুর এলাকার নস্যার ছেলে সাইফুল বিগত দিনে ২ শতাদিক কবর থেকে এ রকম কাপড় চুরি করেছে। বিগত ৪, ৫ মাস আগে বেগমগঞ্জের ছয়য়ানীতে লাশের কাফনের কাপড় আনতে গিয়ে গণধোলাইয়ের স্বীকার হয়। তার ব্যাবহার করা মোটর বাইক রেখে পালিয়ে আসতে সক্ষম হয়।
গতকাল ২৫ শে জুলাই ২০২৩ বিকাল ৪টার সময় আলাইয়ারপুরে মিয়াগো রাস্তার মাথায় মাদ্রাসার সামনে হাজার হাজার মানুষের সামনে ৪ নং আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাটোয়ারী ও তার মেম্বার চৌকিদার নিয়ে জনগনের সামনে স্টাম্পে স্বাক্ষর নিয়ে এলাকা থেকে আজীবনের জন্য বহিষ্কার করে। এর সাথে জানা যায় তার গলায় জুতার মালা দিয়ে এলাকায় গুরানো হয়।
Leave a Reply