অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কাবুলে ঢুকে পড়ল তালেবান বহিনি। বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ শের দিকে তারা রাজধানীতে প্রবেশ করে। সংবাদসংস্থা এএফপি এই খবর দিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছিল তালিবানরা ৯০দিনের মধ্যে কাবুল দখল করবে। কার্যক্ষেত্রে সেই পূর্বাভাসকে ঝাড়ার মতো ঝেড়ে মাত্র সাত দিনের মধ্যে তারা কাবুল তালুবন্দি করল। উড়তে দেখা গেল তাদের বিজয় নিশান।
কাবুল দখল যে শুধুমাত্র সময়ের অপেক্ষা, সে বিষয় নিশ্চিত ছিল আন্তর্জাতিক মহল। শনিবার রাতে তারা দখল করে জালালাবাদ। তাতেই স্পষ্ট হয়ে যায়, রবিবার যে কোনও সময় তালিবানরা রাজধানী দখল করতে পারে। সেই আশঙ্কা সত্য়ি হল। তারা হয়ে উঠল ল মেকার। যদিও তালিবানদের এক মুখপাত্র সংবাদসংস্থা এএফপিকে জানিয়েছে, তারা তাদের সেনাদের কাবুলের বাইরে অপেক্ষা করতে বলা হয়েছে। কিন্তু স্থানীয়রা জানিয়েছেন, বিনা বাধায় তালিবান সেনারা কাবুলে ঢুকে পড়েছে। আফগান সরকারের দাবি, কাবুল এখনও নিরাপদ। যদিও সেই দাবির সারবত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
রয়টার্সকে দেওয়া তালিবানদের এক মুখপাত্র জানিয়েছেন, কাবুলবাসীদের এলাকা ছেড়ে চলে যেতে সময় দেওয়া হয়েছে। এমনকী মহিলাদেরও নিরাপদস্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কট্টরপন্থীদের অত্য়াচারের হাত থেকে বাঁচাতে কাতারে কাতারে মানুষ কাবুলে আশ্রয় নিয়েছিল। এখন তাদের শিয়রে সমন। এই মুহূর্তে কাবুল-সহ ২৬টি প্রদেশ এখন তাদের দখলে। আফগানিস্তানের দিকে নজর রেখেছে ভারত।
Leave a Reply