কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্ম দিবস ২০২২ উদযাপন উপলক্ষে কেক কাটা দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ শে সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা ল্যাবরেটরী স্কুল প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তী সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট।উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ। কালীগঞ্জ সোনালী ব্যাংকের ম্যানেজার প্রশান্ত ব্যানার্জি। বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা’র ওসি তদন্ত রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ কুমার গাইন,উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোছাঃ হোসনে আরা খানম। মহিলা বিষয়ক অধিদপ্তর এর সুপার ভাইজার জয়দেব দত্ত,আনসার ভিডিপি অফিসার নূর ইসলাম কাগুচী, প্রমুখ।এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক সহ উপজেলা ল্যাবরেটরী স্কুলের প্রশিক্ষণ সদস্য বৃন্দ। আলোচনা সবার শেষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিদুল ইসলামস।
Leave a Reply