মেহেরপুরের মুজিবনগরে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করে পালানোর সময় স্থানীয়দের পিটুনিতে হামলাকারী নিহত হয়েছে।
উপজেলার জতারপুর গ্রামে শনিবার সকালে এই ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে গ্রামের বটতলা ঘাটের সামনে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুর রহমানের ওপর হামলা চালায় মনিরুল ইসলাম নামের এক ব্যক্তি। তাকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর মনিরুল পালিয়ে যাওয়ার সময় আশপাশে থাকা লোকজন তাকে আটকে হাত-পা বেঁধে পিটুনি দেয়। সেখানেই তিনি মারা যান।
পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মরদেহ দুপুর পর্যন্ত ঘটনাস্থলেই আছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
Leave a Reply