ঢাকার কেরানীগঞ্জে পুলিশ পরিদর্শকের বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহকর্মী সোনিয়া আক্তার জান্নাতি (১৬) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার বাঘজাপা গ্রামের মো. সাকিল মিয়ার ছেলে।
গতকাল সোমবার কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের বাসা থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
কলাতিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) চুন্নু মিয়া জানান, তিন বছর ধরে জান্নাতি ফাঁড়ির ইনচার্জ আশিকুজ্জামানের বাসায় কাজ করত। গত এক মাস আগে জান্নাতির কর্মস্থলে তার মা গ্রাম থেকে বেড়াতে আসেন। বেড়াতে এসে মা দেখতে পান তার মেয়ে লুকিয়ে লুকিয়ে মুঠোফোনে কারও সঙ্গে কথা বলেন। মা মেয়েকে ফোনে কথা না বলার জন্য একাধিকবার নিষেধ করেন। মেয়ে কথা না শোনায় একপর্যায়ে সোমবার দুপুরে গালাগালিও করেন। মায়ের কথা সইতে না পেরে অভিমান করে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে জান্নাতি।
এ ঘটনায় মেয়ের মা জ্যোৎস্না বেগম বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করেন।
কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুজাম্মেল হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পাই। এর পর নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেলের উপস্থিতিতে লাশ নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করি। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতল মর্গে পাঠাই।
Leave a Reply