টাঙ্গাইলের মধুপুরের ১১ নং শোলাকুড়ী ইউনিয়নের পেগামারী গ্রামের জমিতে আদিবাসীরা বংশ পরম্পরায় বসবাস ও চাষাবাদ করে আসছে। বাসন্তী রেমা তাঁর ৪০ শতাংশ আবাদি জমিতে কলা চাষ করেছিলেন। ১৪ সেপ্টেম্বর ২০২০ সকাল ১০ টার দিকে হঠাৎকরে বিনা নোটিশে বন বিভাগের সহকারী কমিশনার জামাল হোসেন তালুকদারের নেতৃত্বে বাসন্তী রেমার ওই জমির সকল কলা গাছ কেটে ফেলা হয়। যার আবাদি মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। বাসন্তী সব হারিয়ে এখন নিঃস্ব। এলাকার লোক জন বাকরূদ্ধ তারা বলেন, কোথায় মানবতা? কোথায় বিচার?
Leave a Reply