করোনার ভারতীয় ধরন ফিজিতে শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) কোভিড-১৯ রোগের ভারতীয় ধরন শনাক্ত হয়। এখন করোনা আক্রান্তের ‘সুনামির’ আশঙ্কা করছে প্রশান্ত মহাসাগরীয় এই দেশ। এ জন্য দেশটির রাজধানী সুভায় লকডাউন ঘোষণা করা হয়েছে।
দেশটির স্বাস্থ্য ও চিকিৎসা সেবাবিষয়ক স্থায়ী সচিব জেমস ফং বলেন, মঙ্গলবার একটি কোয়ারেন্টাইন স্থাপনায় নতুন করে ছয়জন আক্রান্ত হন। ভারতে যে টালমাটাল অবস্থা, তাতে করোনার এই ধরনকে হালকাভাবে দেখার সুযোগ নেই। ফিজিতে কোনোভাবই এই দুঃস্বপ্ন ঘটতে দিতে পারি না।
জেমস ফং বলেন, মহামারির ব্যাপক সংক্রমণ বন্ধে আমাদের হাতে এখনো সময় আছে। কিন্তু সামান্য একটি ভুলে বন্ধু রাষ্ট্র ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অবস্থায় আমাদের নিয়ে যেতে পারে। কঠোর আইসোলেশন পদক্ষেপে ও সীমান্ত নিয়ন্ত্রণের কারণে ফিজিতে করোনা তেমন প্রাদুর্ভাব ঘটাতে পারেনি। ফিজি এখন পর্যন্ত ১০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সূত্র: এএফপি, এনডিটিভি।
Leave a Reply