মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা জামালদীতে নিরীহ যুবক মো:টিপু সুলতান এর নামে মিথ্যা মামলায় জেল খাটানোর প্রতিবাদে মানব বন্ধন করেছে এলাকাবাসী।
গজারিয়া উপজেলার জামালদী গ্রামস্থ হাজী সিরাজুল স্কুলের সামনে এই মানববন্ধনে গ্রামের শত শত নারী,পুরুষ,শিশু,বৃদ্ধ অংশ গ্রহণ করে।মানব বন্ধনে অংশ গ্রহণকারীদের মধ্যে বয়োবৃদ্ধ আব্দুস সামাদ বলেন,টিপু একজন সহজ,সরল ও নিরীহ গ্রাম বাসী,ওর মত ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এই ভাবে হয়রানী করায় আমরা দু:খিত,আগামীদিনে এই মামলাটার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আগে যেন পুলিশ প্রশাসন সুদৃষ্টি দেন এটাই আমাদের দাবি।
মানব বন্ধনে অংশ গ্রহণ কারী নাজমা বেগম বলেন,ঐ মহিলা ভাল না,একজন নিরীহ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী কোন ভাবে কাম্য নয়।গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলাম বলেন,খোরশেদা বেগম একজন চরিত্রহীন নারী,পুরুষের সামনে এসে জামা কাপড় খুলে,ছিঁড়ে ফেলে মামলার হুমকি দেয়,তাই স্থানীয় গ্রামবাসীও তাঁদের বিষয়ে কথা বলতে চায় না।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন যুবনেতা আমিরুল ইসলাম,আব্দুস সামাদ,আলী হোসেন প্রধান,বাচ্চু মিয়া,আব্দুল বাছেদ সরকার,কবির হোসেন,রিপন মিয়া,তারিফ হোসেন প্রমুখ।
এ বিষয়ে অভিযোগকারী খোরশেদা বেগম বলেন,টিপু আমাকে একাধিক বার মারধর করেন,গ্রামের মাতব্বর, প্রধান আমার বিচার না করায় আমি বাধ্য হয়ে থানা পুলিশের আশ্রয় গ্রহণ করি।
এই বিষয় নিয়ে হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:মনিরুল হক মিঠু জানান,এ বিষয়ে কেউ আমাকে অবগত’ই করে নাই।
Leave a Reply