মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা মেঠোপথে ৮৯ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও লেন্স বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
গজারিয়া উপজেলার গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল মাঠে দিন ব্যাপি এ চিকিৎসা সেবা ও লেন্স বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।এই কার্যক্রম পরিচালনায় আল বাসার ইন্টারন্যাশন ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠান টি আজকে ৩০০ জন ছানি রোগীকে বিনামূল্যে চোখের ছানি কাটানোর অপরেশন ও উন্নতমানের ল্যান্স দেওয়ার জন্য নির্বাচিত করা হবে এবং৩০০০ চক্ষু রুগিকে চিকিৎসা সেবা দেওয়া হবে।
এ সময় মেঠো পথে-৮৯ ফাউন্ডেশনের সভাপতি কামরুল হাসান রিপন বলেন গজারিয়া উপজেলা বাসীর উন্নত চক্ষু চিকিৎসা দেওয়ার জন্য আমরা ফাউন্ডেশন পক্ষ থেকে এই ক্যামপিং এর আয়োজন করা হয়েছে। আসা করি গজারিয়া বাসী উপকৃত হবে।
এসময় উপস্থিত ছিলেন, আল- বাসার ইন্ট্যারনেশন ফাউন্ডেশনের কাইন্ট ডিরেক্টর ডাক্তার আহমেদ তাহের হামিদ আলী,গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, মেঠো পথে-৮৯ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ এই সংগঠনের গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply