মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা নিজের স্বামীর বিরুদ্ধে ব্যাপক প্রতারণার অভিযোগ তুলেছেন মোসাঃ মিনু বেগম (৫০)। বাউশিয়া ইউনিয়নের চর- বাউশিয়া মধ্যমকান্দি গ্রামের বাসিন্দা মৃত ছামাদ মুন্সির পুত্র। স্বামী নুর মোহাম্মদ (৬০) এর সাথে দীর্ঘ ৫ বছর আগে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ হয় মিনু বেগমের। বিয়ে হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ১০০ টাকার জুডিশিয়াল স্টমপে ১৮ লক্ষ ৫০ হাজার টাকা ঋণ হিসেবে নেয়। পরে আর সে টাকা ফেরত চাইলে ফেরত দেওয়া হয়নি।
তাছাড়া আট লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার, বাড়ী এবং মিনু বেগমের নামীয় ২৩ শতাংশ সম্পত্তি ভয়ভীতি দেখাইয়া অন্যত্র বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ আত্মসাৎ করে নুর মোহাম্মদ (৬০)।
জানা যায়, অভিযুক্ত স্বামী নূর মোহাম্মদ (৬০) গত চার/পাঁচ বছর যাবত তার স্ত্রী মিনু বেগম (৫০) সাথে ভালো আচরণ করছেন না। বিভিন্ন সময় সে তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। তারপরও স্বামীর মুখের দিকে চেয়ে তার ভালোবাসা পেতে নিরবে-নিবৃত্তে সে অপমান-নির্যাতন সহ্য করে আসছেন। স্ত্রীর অবাধ্য হয়ে হাটে-বাজারে অবাধে বিচরণ করছে। নিষেধ করলে সে তাকে পাগল বলে গালিগালাজ করতে থাকে। বেশি বাড়াবাড়ি করলে মেরে ফেলারও হুমকি দেয়।
প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে কুক্ষিগত করা জায়গা জমি ফেরত দেয়া এবং স্বামীর উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানান ভুক্তভোগী মিনু বেগম (৫০)। মিনু বেগম বলেন, তার প্রথম স্বামী মারা যাওয়ার আগে তাকে সয়সম্পত্তি দিয়ে গেয়েছে। সেগুলো আত্মসাৎ করার জন্য দ্বিতীয় স্বামী নুর মোহাম্মদ (৬০) মিনু বেগম (৫০)কে বিয়ে করেন। পরে প্রতারণার মাধ্যমে দ্বিতীয় স্বামী নুর মোহাম্মদ (৬০) তার উপর অত্যাচার- নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেয়।
স্ত্রী মিনু বেগম (৫০) অভিযোগ করেন,স্বামী তার সাথে চরম প্রতারণা করেছে। বর্তমানে তিনি অসুস্থ। তার খাওয়া-দাওয়ার কোন ব্যবস্থা নেই। এমন অমানবিক নির্যাতন ও নিদারুণ কষ্টে তার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন তার জীবনে অর্জিত সকল সম্পত্তি তার স্বামী নিয়ে গিয়েছে এখন সে ভাড়া বাসায় থাকেন।
নিরুপায় এ ভোক্তভোগী স্বামীর জুলুম-নির্যাতন থেকে মুক্তি পাওয়া ও নিজস্ব সম্পত্তি স্বামী তার কাছ থেকে ধার নেওয়া টাকা উদ্ধারসহ ন্যায় বিচারের পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে নূর মোহাম্মদ (৬০) এর সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করলে সে ফোন রিসিভ করেনি।
তবে এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন মোল্লা সোহেব আলী বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply