লালমনিরহাটে গণধর্ষণের শিকার সেই কিশোরী আবারও ধর্ষণের শিকার হয়েছে এমন অভিযোগ তুলে থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বাদী হয়ে ওই কিশোরী জেলার পাটগ্রাম থানায় এ মামলা দায়ের করেন।
এরআগে গত (৯ অক্টোরর) জেলার কাকিনা এলাকায় ওই কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে এমন অভিযোগ এনে এক ইউপি সদস্যসহ ১০ জনের বিরুদ্ধে। ওই ঘটনায় কালীগঞ্জ থানায় গণধর্ষণের একটি মামলা দায়ের করেন।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মেহন্ত জানান, ওই কিশোরী তার অভিযোগে উল্লেখ্য করেন পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের কেরারটারী গ্রামে তার বোনের বাড়িতে রবি মিয়া নামে এক যুবক তাকে ধর্ষণ করেন। পাটগ্রাম থানায় ওই কিশোরী ও তার ভগ্নিপতি উপস্থিত হয়ে এ অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগ পত্রটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ওই কিশোরী গত (৯ অক্টোবর) জেলার কাকিনা এলাকায় গণধর্ষণের শিকার হয়েছেন এমন অভিযোগ তুলে পার্শ্ববর্তী কালীগঞ্জ থানায় এক ইউপি সদস্যসহ ১০ জনের বিরুদ্ধে একটি গণধর্ষণের মামলা দায়ের করেন।
এ বিষয়ে একাধিক বার যোগাযোগ করেও ওই কিশোরীর বক্তব্য পাওয়া যায়নি। তবে তার মা ও বোনের সাথে কথা হলেও তারা এ বিষয়ে কিছুই জানেন বলে জানান।
লালমনিরহাট সহকারী সিনিয়র পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার বলেন, যে কেউ অভিযোগ করতেই পারেন। আমরা অভিযোগগুলো নিয়মিত মামলা হিসেবে নতিভুক্ত করে আইনগত ভাবে যা প্রয়োজন সেই ভাবে তদন্ত প্রতিবেদন দিবো।
Leave a Reply