২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নাটোরের লালপুরে শহীদদের গণকবর জিয়ারত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল গণকবর জিয়ারতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী।
নর্থ বেঙ্গল সুগার মিলের অভ্যন্তরে শহীদ সাগর খ্যাত গণকবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়ে উপজেলার বাঁকী গণকবর গুলো জিয়ারত করা হয়।
লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যূতির সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহক আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মাজদার রহমান, গণকবর জিয়ারতে দোয়া পরিচালনায় ছিলেন বীরমুক্তিযোদ্ধা নঈম উদ্দীন সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply