গরম হাওয়া
মো: মামুন মোল্যা
রাজনীতিতে ঝড় উঠেছে
দেখছ কোথায়?
জেল খানা ভরছে কিসে?
গরম হাওয়ায়।
কলম হাতে লিখতে হলে?
শুনবে আগে,
ইচ্ছা মত চলতে হলে?
ধরবে বাঘে।
চাকরির ময়দানে চলছে কি
দেখছ কি?
অর্থ বিনা ফল আসেনা কেন?
তুমিও তা জানো।
নিত্য পণ্য-দ্রব্য আগুন কেন?
দানবের ছোবলে
চোখের জল শুকাবে কবে?
উপড়ে ফেললে।
লেখ ২৬-৪-২৩
কালিয়া নড়াইল
Leave a Reply