গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার গজারি বনের ভেতর থেকে মোহন আলী (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালামপুর এলাকার গজারি বনের ভেতর থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন।
নিহত মোহন আলী আশুলিয়ার থানাধীন শ্রীপুর এলাকায় ভাড়া থেকে বিভিন্ন এলাকায় ফলের ব্যবসা করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার কালামপুর এলাকায় গজারি বনের ভিতরে এক যুবকের মরদেহ পরে থাকতে দেখে স্থানিয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে গজারি বনের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান জানান, উপজেলার কালামপুর এলাকার গজারি বনের ভিতর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবককে বিষাক্ত কোন কিছু খাওয়ানোর কারনে মারা গেছে। তবে বিষয়টি ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর সঠিক কারন জানা যাবে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
Leave a Reply