গাজীপুরের সালনা এলাকা থেকে এক স্কুল ছাত্রীকে(১৩)অপহরণের পর গণধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
গেলোরাতে গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরিফ হোসেন ওরফে সবুজ মিয়া (২৮)কে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা ।
দুপুরে গাজীপুরের পোড়াবাড়ি র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলণে তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আরিফ@সবুজ (২৮), শেরপুরের নালিতাবাড়ী থানার বরুাজানি এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে ।
পোড়াবাড়ি র্যাব ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ-আল-মামুন জানান, গত ১ অক্টোবর রাতে গাজীপুর মহানগরীর সালনা এলাকায় একটি খাবার হোটেল থেকে বাসায় ফেরার পথে ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে ভাড়া বাসায় আটকে রাখে অভিযুক্ত আরিফ হোসেন ।
পরে তার হাত, পা, মুখ বেঁধে অপহরণকারী আরিফসহ ৩ বন্ধু পালাক্রমে ধর্ষণ করে ও ধর্ষণের ভিডিও ও ছবি ধারন করে । তাকে হত্যার উদ্দেশ্যে মুখে কসটেপ এবং গলায় ওড়না পেচিয়ে বক্স খাটের ভিতর আটক রেখে ধর্ষণকারীরা দ্রুত পালিয়ে যায় । ভিকটিমের গোঙ্গানীর শব্দে পাশের বাসার ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে এবং তার পরিবারকে খবর দেয় ।
এবং চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে গাজীপুর মেট্টোপলিটন সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন । নির্যাতিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার নানাভাবে ভয়-ভীতি প্রদর্শন করে এবং তাদের জীবন নাশের হুমকি দিয়ে আসছিল।
র্যাব-১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গণধর্ষণের মূলহোতা আরিফ@সবুজ গাজীপুরের তেলিপাড়া এলাকা থেকে গ্রেফতার করে । প্রাথমিকভাবে অপহরণ ও ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে ।
Leave a Reply