১ হাজার ২৫ পিস ইয়াবাসহ দুই যুবককে গাজীপুরে থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো চাঁদপুর জেলা সদরের চানারা বাজার এলাকার গুবিন্দা গ্রামের মো. ইব্রাহিম শেখের ছেলে মো. সাইফুল ইসলাম (২৮) এবং ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার পারদানাখোলা গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো. আমলগীর হোসেন (২৭)।
বুধবার রাতে অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা তাদের গ্রেফতার করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ডিসি (ডিবি) জাকির হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের হায়দারাবাদ এলাকার জনৈক শহিদুল ইসলাম খোকনের বাড়িতে অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া সাইফুলের ঘরে তল্লাশি করে টেবিলের ড্রয়ার থেকে ৮৪৫ পিস এবং সেখানে উপস্থিত টঙ্গী চেরাগআলীর জাহানারা বেগমের বাড়ির ভাড়াটিয়া আলমগীরের দেহ তল্লাশি করে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
Leave a Reply