মঙ্গলবার বিকেলে ভোগড়া বাইপাস এলাকা অতিক্রম করার সময় ট্রাক-অটোরিকশা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে, ঘটনাস্থলেই অটোরিকশাচালক আনিছ (৩৫) ও দুই যাত্রীর মৃত্যু হয়। তবে, দুই যাত্রীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
দুর্ঘটনা আহত আরেক যাত্রীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যালে পাঠান।
ট্রাফিক সার্জেন্ট মো. নাজমুল হাসান জানায়, অট্রোরিকশাটি তিনজন যাত্রী নিয়ে কোনাবাড়ি থেকে বোর্ড বাজারের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি (ঢাকা মেট্রো ট- ২০৪৫৮৮) মহানগরীর পিয়ারা বাগান ফলের আরতের সামনে নাওজোর ভোগড়া বাইপাস এলাকায় অটোরিকশা ক্রস করার সময় সংর্ঘষ হয়। এতে, ঘটনাস্থলেই অটোরিকশা ড্রাইভার ও দুই যাত্রী নিহত হয়।
এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই ট্রাকচালকের সহযোগী পালিয়ে যায়। তবে, ঘটনাস্থল থেকে ট্রাক ও চালক আল আমিনকে আটক করা হয়েছে।
Leave a Reply