গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের নীচে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছে।ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৬২ বছর। এ ঘটনায় তার দেহ থেকে মাথা এবং হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।
রেলওয়ে পুলিশের নরসিংদী ফাঁড়ির এএসআই শাহ আলম জানান, শনিবার সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালীগাঁও ফকিরবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম রুটের রেললাইনের উপর এক ব্যক্তির লাশের কয়েক টুকরো পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশের টুকরোগুলো উদ্ধার করে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে সাদা চেক লুঙ্গি ও কালো রংয়ের হাফ হাতা গেঞ্জি রয়েছে।
রাতের কোন এক সময় ট্রেনের নীচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
Leave a Reply