আজ বরগুনা জেলা কারাগার থেকে গাজীপুর মহিলা কারাগারে স্থানান্তর করা হয়েছে আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নীকে।
বরগুনার কারাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন আজ বিকালে গণমাধ্যমকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ সকালে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি আয়শা সিদ্দিকা মিন্নীকে গাজীপুর মহিলা কারাগারে পাঠানো হয়েছে।
কারাধ্যক্ষ মৃত্যুদণ্ড প্রাপ্ত অপর ৫ জন আসামির বিষয়ে বলেন, তারা এখনো বরগুনা কারাগারে রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে তাদের বিষয় সিদ্ধান্ত নেয়া হবে।
এ ব্যাপারে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর জানান, তাদের পরিবারের কেউই মিন্নিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়ার বিষয়টি জানেন না। আজ বিকালে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছেন।
Leave a Reply