সেতুর ওপর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সোমবার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে ওই গ্রামের দোলোখালির মাঠের রাস্তার সেতুর ওপর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকেরর পরিচয় জানা যায়নি। তবে তার শরীরে শার্ট ও প্যান্ট ছিল। তার বয়স আনুমানিক ৩২ বছর।
আরও পড়ুন: ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যু—সাবরিনাসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য ৬ সেপ্টেম্বর–কাবুলে গুলির লড়াই,
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৩ আগস্ট) ভোরে এলাকাবাসী দোলোখালির মাঠে কৃষিকাজের জন্য গেলে সেতুর ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তারা পুলিশকে সংবাদ দেন। পরে এ খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ওই মরদেহের মাথায় গুলির চিহ্ন রয়েছে।
হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি শটগানের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এই খুনের ঘটনা ঘটেছে।
Leave a Reply