বগুড়ার ধুনট উপজেলায় শেফালী বেগম (৪৫) এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে তার স্বামী এশারত আলী আকন্দ।
নিহত শেফালী ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি-সরোয়া গ্রামের এশারত আলী আকন্দের স্ত্রী। রবিবার (১১ অক্টোবর) সকালে পাঁচথুপি-সরোয়া গ্রামের নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিম।
এলাকাবাসী ও পুলিম সুত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে একই বিছানায় ঘুমিয়ে পড়েন এশারত আলী ও তার স্ত্রী শেফালী বেগম। এ অবস্থায় রাত ২টার দিকে তাদের ঘরের ভেতর বিকট শব্দ শুনতে পান বাড়ির অন্যান্য লোকজন।
প্রতিবেশীরা ঘুম থেকে জাগা পেয়ে এশারত আলীর ঘর চারিদিক থেকে ঘিরে ফেলেন। সবাই এশারতকে ঘরের দরজা খুলতে বলেন। এসময় এশারত আলী বলেন, ঘরের ভেতর কেউ ঢোকার চেষ্টা করলে সবাইকে জবাই করা হবে। এক পর্যায়ে এশারত আলীর কৌশলে ঘরের দরজা খুলে পালিয়ে গেছে।
Leave a Reply