বরগুনার তালতলীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুর জালাল মৃধাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার তাকে উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এর আগে ওই গৃহবধূ ধর্ষণের অভিযোগে তালতলী থানায় একটি ধর্ষণের মামলা করেন। তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গৃহবধূ নিজ বাড়ি থেকে তার নানা বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বের হয়। পথিমধ্যে স্থানীয় শাহজাহান তালুকদারের বাড়ির দক্ষিণ পাশে পৌঁছলে আগে থেকে ওৎপেতে থাকা ভাসুর জালাল মৃধা তাকে মুখ চেপে ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করে।
তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, গৃহবধূ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করার পরে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply