গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন এর বদলি জনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। সোমবার বেলা একটায় উপজেলা পরিষদের পক্ষ থেকে এই বিদায় দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নহু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্যামিউল আলম স্যামল, রহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, চৌডালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম, আলিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান, পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল
প্রমুখ বক্তারা বলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন যতদিন গোমস্তাপুরে থাকলেন তিনি এই উপজেলা কে একটি মডেল উপজেলাতে রূপান্তরিত করার জন্য চেষ্টা করেছেন। আগামীতে তিনি যেখানে যাবেন সেখানে আরো ভালো করবেন এই আশাবাদ ব্যাক্ত করেন । উল্লেখ্য যে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন সম্প্রীতি নওগাঁ জেলার ধামুরহাট উপজেলায় বদলি হয়েছেন।
Leave a Reply