ঘূর্ণিঝড় মোখা মোকাবিলা করতে জনগণ কে সতর্ক করার জন্য ছুটে গেলেন সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন চৌধুরী। ১৩মে (শনিবার) মোহাম্মদপুর ইউনিয়নের উপকুলবর্তী এলাকা গুলোর আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন তিনি।বিকাল ৪টায় ইউনিয়নের পূর্বে বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন শেষে। সন্ধ্যা ৬টায় ইউনিয়নের দক্ষিণে অবস্থিত আশ্রয় কেন্দ্র গুলোতে আসেন তিনি। আশ্রয় কেন্দ্র গুলো হলো -নয়নের দোকান, ইসমাইল বাজার, নবী বাজার, একরাম বাজার, সোলাইমান বাজার।
তাছাড়া ইউনিয়নের প্রতিটি দোকানে তিনি নিজেই সবাইকে সর্তক করছেন।
সাক্ষাৎকারে তিনি জানান-আমি অতীতে ও জনগণের সেবাই ছিলাম এখনো আছি তাছাড়া ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় যেসব পদক্ষেপ নিয়েছি তার চেয়ে অধিক সতর্কতা অবলম্বন করছে ঘুর্ণিঝড় মোখা মোকাবিলায়। আমরা ইতিমধ্যে আশ্রয় কেন্দ্র গুলো প্রস্তুত করছি এবং আশ্রয়কারীদের জন্য শুকনা খাবার (চিডা,মুরি,মিঠাই, খাবার পানি। এই সময় উপস্থিত ছিলেন -ইউপি সদস্য নুর আলম মেম্বার, জিয়া মেম্বার, যুবলীগ নুর মাওলা, মঞ্জু ব্যাপারি, শামসুদ্দিন,যুবলীগ সিরাজ সাংবাদিক রাশেদুল ইসলাম , সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply