হামলার ভয়ে চট্টগ্রামসহ দেশের কারাগারে ‘রেড অ্যালার্ট’, স্ট্রাইকিং ফোর্সসহ ১৮ নির্দেশনা জারি করা হয়েছে৷
সম্প্রতি দেশের কারাগারগুলো থেকে জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার হুমকি পাওয়ার পর চট্টগ্রামসহ দেশের সবগুলো কারাগারে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সম্প্রতি ফোন ও চিঠির মাধ্যমে ‘দুষ্কৃতিকারীরা’ এই হুমকি দেয়। এরপর সবগুলো কারাগারে চিঠি পাঠিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি ‘জঙ্গি, আইএস, শীর্ষ সন্ত্রাসী, বিডিআর ও বিভিন্ন সংবেদনশীল মামলায় আটক বন্দিদের চলাচল ও গতিবিধি কঠোরভাবে নজরদারি’র নির্দেশ দেওয়া হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) দেশের কারাগারগুলোতে এ বিষয়ে একটি চিঠি দেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা। ওই চিঠিতে সম্ভাব্য ঝুঁকি এড়াতে ১৮টি নির্দেশনা দেন তিনি। এছাড়া সদর দপ্তর থেকে ইতিমধ্যে দেশের সব ডিআইজি প্রিজনের সঙ্গে এ ব্যাপারে ফোনে কথা বলা হয়েছে।
Leave a Reply