চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে পুড়ে বাদশা মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কাথারিয়া বাজারে আগুনের ঘটনায় তিনি দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা জানান, বাদশা মিয়া কাথারিয়া বাজারের একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। তার বাড়িও বাঁশখালীতে। বাইরে তালাবদ্ধ থাকায় তিনি দোকানের ভেতরেই দগ্ধ হয়েছেন।
বাঁশখালী ফায়ার স্টেশন লিডার লিটন বৈষ্ণব জানান, শুক্রবার মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে কাথারিয়ার ৬টি সেমিপাকা দোকান পুড়ে যায়।
এসময় একটি তালাবদ্ধ দোকান থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দোকান কর্মচারীর মৃত্যুর ব্যাপারে তার স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
Leave a Reply