চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় কার্টনভর্তি দুই নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে কার্টনভর্তি তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, স্থানীয়দের কাছ থেকে ফোনের মাধ্যমে জানতে পেরে বিকাল ৪টার দিকে নিমতলা এলাকায় পুলিশের একটি টিম পাঠানো হয়। তারা ঘটনাস্থল থেকে দুই নবজাতকের মৃতদেহ উদ্ধার করে।
ওসি নিজাম বলেন, মেয়ে সন্তান হওয়ার কারণে ওই দুই নবজাতককে মেরে ফেলে হয়েছে কিনা আমরা তদন্ত করে দেখছি। এর আগে এ বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করা যাচ্ছে না।
পুলিশের ধারণা, ওই দুই জমজ শিশু কন্যাসন্তান হওয়ায় তাদের মাতা-পিতাই কার্টনে ভরে ফেলে দিয়েছে।
Leave a Reply