চট্টগ্রামে প্রতিপক্ষের হামলায় সাবের আহমেদ নামে এক আওয়ামী লীগ নেতা খুন হয়েছে। জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার রাতে সাবেরের দুই পা বিচ্ছিন্ন করে প্রতিপক্ষ। আজ শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বাঁশখালী থানার ওসি শফিউর কবির বলেন, নিহত সাবেরের সাথে প্রতিবেশী দেলোয়ারের জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দেলোয়ারের লোকজন গত বৃহস্পতিবার রাতে সাবেরের দুই পা কুপিয়ে বিচ্ছিন্ন করে দেয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।আজ শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি জানান, ঘটনার পর পরই হামলাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। অভিযানে মো. হাসান নামে একজনকে গ্রেফতার করা হয়। বাকি হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
Leave a Reply