চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এবং চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই লাখ ৬৫ হাজার ১৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৭।
এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত ধারাবাহিকভাবে র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েলের নেতৃত্বে এ অভিযান চলে।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের নুরুল হকের ছেলে মো. কামরুজ্জামান (৩০), কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং এলাকার রশিদ আহমদের ছেলে মো. জসিম উদ্দিন (৩৬) ও নুরুল হকের ছেলে মো. রোমান আলী (২৫)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাশকুর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা উপজেলা থেকে ৪০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার গহিরা এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয় ১ লাখ ২৫ হাজার ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এর পরপরই দ্বিতীয় অভিযান চলে বাকলিয়া থানার আহাদ কনভেনশন সেন্টারের সামনে আরাকান সড়কে। সেখান থেকে উদ্ধার হয় এক লাখ পিস ইয়াবা।
র্যাব কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আনোয়ারা উপজেলা গহিরা এলাকায় ইয়াবার একটি বড় চালান পৌঁছেছে- এমন তথ্য পেয়ে অভিযান চলে। সেখানকার ইয়াবা পাচারকারীরা সুযোগ বুঝে ইয়াবা অন্যত্র পাচার করছিল।
দুই অভিযানে গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে তাদের বাকলিয়া ও আনোয়ারা থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply