নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জে স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে এক বখাটেকে গণধোলাই দিয়ে ছেড়ে দিয়েছে জনগন। ওই বখাটের নাম মাশফি (১৫)। সে আলাইয়ারপুর ইউনিয়নের ভবভদ্রী গ্রামের নজরুল ইসলামের ছেলে।
জানা যায়, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা স্কুলে আসা যাওয়ার পথে উত্যাক্ত করতো মাশফি। সোমবার স্কুল ছুটি হওয়ার পর ছাত্রীরা বাড়িতে যাওয়ার পথে মাশফি ও তার সহযোগী এক ছাত্রীকে পথে আটক করে মোবাইলে ছবি উঠানোর চেষ্টা করে। তখন অন্য ছাত্রীদের শোর-চিৎকার করলে আশেপাশের লোকজন এসে বখাটে মাশফিকে আটক করে স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি জানায়।
এই বিষয়ে ইউপি সদস্য রায়হান জানান, প্রথম বারের মতো বখাটে মাশফি যেনো ভবিষ্যতে এইসব কর্মকান্ড না করে তার জন্য সর্তককরে দিয়ে মাশফিকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়।
এলাকা বাসী আরো জানায়, গত কয়েক মাস আগে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে একই ধরনের অভিযোগে কিশোর মাশফিকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। এছাড়াও কিশোর মাশফির বিরুদ্ধে ভবভদ্রী এলাকার দেওয়ালে কুরুচিপূর্ণ চিকা মারা, অনলাইন মোবাইল গেমসের মধ্যমে জুয়া খেলাসহ একাধিক অভিযোগ রয়েছে।
Leave a Reply