বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের চন্দ্রগঞ্জ থানার সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যেই ব্যপক প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। চন্দ্রগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতৃত্বে আসতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন অনেকেই।
পিছিয়ে নেই চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক দুইবারের সভাপতি ও বর্তমানে আহবায়ক তাজুল ইসলাম ভুঁইয়া তাজু। চন্দ্রগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হতে চান তিনি।
সার্বিক বিষয়ে কথা হয় তাজুল ইসলাম তাজু ভুঁইয়ার সঙ্গে। তিনি বলেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সৎ যোগ্য নেতৃত্ব এখন সময়ের দাবি। আমি দলে অনুপ্রবেশকারী নয়। ছাত্রজীবন থেকে সততার সঙ্গে রাজনীতি করে যোগ্যতার পরিচয় দিয়েছি। টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক এবং কোন অপরাধের সাথেও কোনদিন জড়াইনি। চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই বারের সফল সভাপতি বর্তমানে আহ্বায়ক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি।
তাজুল ইসলাম তাজু ভুঁইয়া আরো বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশবাসী ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের হাইকমান্ড যেমন ব্যক্তিত্ব খুঁজছেন, আমি মনে করি প্রতিটি ক্ষেত্রেই আমি যোগ্য। স্বাভাবিকভাবে চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হতেই পারি।
তিনি আরো বলেন, আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হলে জেলার নেতাদের নির্দেশনা মোতাবেক চন্দ্রগঞ্জ থানার প্রতিটি ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে ঢেলে সাজাতে চাই। প্রকৃত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের প্রাধান্য দিতে চাই। দলকে সু-সংগঠিত করতে যা করা প্রয়োজন তার সর্বোচ্চটা করতে চাই। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত আওয়ামী লীগ পরিবারের সন্তান এমন ব্যক্তি হতে হবে। টাকা ও অস্ত্রের জোর যাদের আছে তারাই শুধু যোগ্য নয়। তাদের যোগ্যতা নির্ভর করবে আদর্শের প্রতি, নেত্রীর প্রতি, দলের প্রতি তাদের কতখানি শ্রদ্ধা আছে এ বিষয়ের উপর জোর দিয়ে নেতৃত্ব নির্বাচিত করতে চাই।
জানা যায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের আমানী লক্ষ্মীপুর গ্রামের মাঈন উদ্দিন ভূঁইয়া বাড়ী এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি। ১০ নং চন্দ্রগজ্ঞ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুইবারের সফল সভাপতি বর্তমানে আহ্বায়ক।
রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক কর্মকান্ডে রাখছেন অভাবনীয় ভূমিকা।
বর্তমানে তিনি আমানী লক্ষ্মীপুর বায়তুল আমান জামে মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদ সাধারণ সম্পাদক, অমানী লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ-সভাপতি ও অভিভাবক সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।
Leave a Reply