নবগঠিত চন্দ্রঘোনা ফোরাম কেন্দ্রীয় কমিটির ১ম সভা গতকাল ১৯ মে ২০২৩, শুক্রবার আড্ডা চাইনিজ রেস্টুরেন্ট- ধানমন্ডি, ঢাকায় চন্দ্রঘোনা ফোরামের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি এবং নবগঠিত চন্দ্রঘোনা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই বিগত সময়ে প্রয়াত সকল চন্দ্রঘোনিয়ানদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।বিশেষ করে চন্দ্রঘোনা ফোরামের নিবেদিত সংগঠক প্রকৌশলী আহমদ উল্লাহ্’র অকাল প্রয়াণে সভায় বিশেষ দোয়া ও প্রয়াতের পরিবারের প্রতি বিশেষ সমবেদনা জানানো হয়।
নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অনুমোদন প্রদান করেন চন্দ্রঘোনা ফোরামের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি জনাব বাবুল বিশ্বাস (ভার্চুয়ালী), সাবেক সভাপতি জনাব মিয়া মো. রফিক হোসেন (রঞ্জু), চন্দ্রঘোনা ফোরামের সাবেক সভাপতি মুকসুদুল আলম রুমি, চন্দ্রঘোনা ফোরামের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি এবং চন্দ্রঘোনা ফোরাম-চট্টগ্রাম এর সভাপতি জনাব শফিউল করিম খোকন (ভার্চুয়ালী), জনাব এফ আই কামাল (ভার্চুয়ালী)এবং জনাব মো. আশরাফুল করিম সিদ্দিকী কায়েস।
Leave a Reply