ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিবাদী ছাত্র সমাবেশ করেছে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ধর্ষণবিরোধী ছাত্র সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, বাংলাদেশ ছাত্রলীগ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা সংগঠন। ধর্ষকের বিচারের দাবিতে ছাত্রলীগ যখন রাজপথে তখন একদল দুষ্কৃতিকারী নেমেছে ছাত্রলীগকে দমাতে। নারীদের সম্মান রক্ষা করা ছাত্রলীগের দায়িত্ব।তিনি আরও বলেন, ধর্ষকের পরিচয় ধর্ষকই। তার অন্যকোন পরিচয় নেই। আমাদের বোনদের উচিৎ প্রতিরোধ গড়ে তোলা। এসময় তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের সবসময় নারীদের সহায়তার আহ্বান করেন।শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, ‘নরপশুদের বিচারের জন্য আজ সারা বাংলার ছাত্রসমাজ রাজপথে নেমেছে। আমরাই আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করবো। আর যারা ছাত্রলীগকে নিয়ে ষড়যন্ত্রে ব্যস্ত তাদের আহ্বান করবো ধর্ষকের বিচারের দাবিতে সোচ্চার হবার জন্য। ধর্ষকের বিচারের জন্য ছাত্রলীগ সবসময় রাজপথে থাকবে বলে জানান তিনি।শাখা ছাত্রলীগ নেতা শিমুল বিশ্বাস ও নাহিদ আলমের যৌথ সঞ্চালনায় এ প্রতিবাদী সমাবেশে উপস্থিত ছিলেন, সাবেক সহ-সভাপতি সুমন নাসির, সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান দিনার, সাবেক উপ-আপ্যায়ন সম্পাদক সায়ন দাশ গুপ্ত,সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক আবু বকর তোহা, চবি ছাত্রলীগ নেতা নুরুল হোসেন আলতাফ, প্রদীপ চক্রবর্তী দুর্জয়, খন্দকার রফিক, সায়েদুল ইসলাম সাঈদ, রাজু মুন্সি, সাদাফ খান, শফিকুল ইসলাম, অনুপম রুদ্র, মুজিবুর রহমান, মইনুল ইসলাম রাসেল, সালাউদ্দিন, মাহমুদ শাওন, নাজমুল এইচ সানিসহ শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী।
Leave a Reply