নোয়াখালীর সুবর্ণচরে চরবাটা ইউনিয়ন পরিষদে চলমান জাটকা আহরণ নিষিদ্ধ সমযে ও করোনা পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনায় আজ সকালে স্বাস্থ্যবিধি মেনে জেলেদের মাঝে সরকারী ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী মাসুদুর রহমান মাসুদ, অফিস সহায়ক জসিম উদ্দিন, চরবাটা ইউপি সচিব গোলাম কিবরিয়া সোহেল, গ্রাম পুলিশসহ জেলে প্রতিনিধিবৃন্দ।
১জন জেলেকে প্রতি মাসে ৪০ কেজি করে চলমান এপ্রিল মাস ও করোনা মহামারী বিবেচনায় আগাম বিতরণ হিসেবে আসছে মে-মাসসহ মোট ২ মাসে ৮০ কেজি করে সর্বমোট ১৩০ জন জেলে স্বাস্থ্যবিধি মেনে এ চাল নিয়ে হাসিমুখে বাড়ি ফিরে।
সারাদেশে সরকারী চাল নিয়ে নানা ধরনের চালবাজির এ আলোচিত সময়ে চরবাটার জেলেরা আজ নিদিষ্ট সময়ে বরাদ্দকৃত চাল হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ।
উল্লেখ্য, নদীতে জাটকা আহরণ নিষিদ্ধ সময়ে সরকার জেলে পরিবারের মাঝে প্রতিবছর এ চাল দিয়ে থাকে।
Leave a Reply