মুসলিম উম্মাহর শান্তি ও কল্যানের সাধনের জন্য চরমহিউদ্দিন তারণ্য অগ্রযাত্রা ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয় । (১১)ই মে রোজ মঙ্গলবার চরমহিউদ্দিন বায়তুল আমান জামে মসজিদে চরমহিউদ্দিন তারণ্য অগ্রযাত্রা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই আয়োজন করা হয় । এই সময় স্হানীয় এলাকার গন্য মান্য মুরব্বিদের ও অসহায় এতিম শিশুদের নিয়ে ফাউন্ডেশনের একঝাঁক সেচ্ছাসেবী কর্মীদের প্রচেষ্টার এই উদ্যােগে সন্তোস প্রকাশ করেন ইফতার মাহফিলে আগত মেহমান ও ফাউন্ডেশনটির উপদেষ্টা পরিষদের সদস্যার । এই সময় অনন্যদের মাঝে উপস্থিত ছিলেন সংঘটনটির উপদেষ্টা ও কার্য নির্বাহী পরিষদের সদস্যরা । মুসলমানদের শান্তি কামনার মধ্যে দিয়ে শেষ এই দোয়ার মাহফিল ।
Leave a Reply