চাঁপাইনবাবগঞ্জ শহরের বিদরপুর এলাকায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই বোন আহত হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিদরপুর মহল্লার আশরাফুল হকের মেয়ে মহরিম আক্তার মায়া (১১) ও মারিয়া (৩)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, বিকালে শিশুরা পৌরসভার বিদরপুর মহল্লায় বাড়ির সামনে খেলা করছিল। সন্ধ্যায় পরত্যিক্ত জায়গায় একটি কৌটা দেখতে পেয়ে তা নিয়ে খেলতে গেলে তা বিস্ফোরিত হয়।
এসময় দুই বোন আহত হয়। আহত দুই বোনকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বড় বোনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিস্ফোরিত ককটেলটি ঘটনাস্থলে কীভাবে এসেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply