করোনা ভাইরাসের কারণে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যের ম্যানচেস্টার, সৌদি আরবের মদিনা, নেপালের কাণমান্ডু ও কুয়েতে বিমানের সব ফ্লাইট বন্ধ থাকবে। বুধবার (১৩ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, করোনার কারণে এ চার রুটে বিমানের ফ্লাইট বন্ধ হওয়ার পর তা আর চালু করা হয়নি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ফ্লাইট বন্ধের সময় বাড়িয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফ্লাইট চালু হবে।
দেশে করোনা সংক্রমণ বাড়ায় গত বছরের ২৪ মার্চ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট বন্ধ করে দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরপর ওই বছরের ১ জুন থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সংস্থাটি।
Leave a Reply