হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর দাফন সম্পন্ন হয়েছে।
আজ সোমবার রাজধানীর তুরাগ এলাকায় আল্লামা কাসেমীর প্রতিষ্ঠিত জামিয়া সুবহানিয়া মাহমুদনগর, ধউর, মাদরাসায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
কাসেমীর প্রেস সচিব মুনীর আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকাল ৯টা ২০ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই হেফাজত নেতার জানাজা অনুষ্ঠিত হয়। প্রথমে তার জানাজা জাতীয় ঈদগাহে করার ঘোষণা দেয়া হলেও অনুমতি না পাওয়ায় বায়তুল মোকাররমে করার সিদ্ধান্ত হয়। জানাজায় ছেলে মুফতি জাবের কাসেমী ইমামতি করেন।
কাসেমীর জানাজা উপলক্ষে এদিন সকাল থেকেই বায়তুল মোকাররম এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। কাসেমীর জানায় হাজারো মানুষের ঢল নামে।
গতকাল রবিবার দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাসেমী। গত ১ ডিসেম্বর ওই হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। গেল বৃহস্পতিবার তাকে নেয়া হয় আইসিইউতে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply