বহুল আলোচিত চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হককে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।
তিনি জানান, ওসি শেখ নাজমুল হক প্রত্যাহার করা হয়েছে। তবে কি কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে কোন কিছু জানা যায়নি।
তবে একটি বিশ্বস্থ সূত্র জানায়, ওসি শেখ নাজমুল হক আজমিরীগঞ্জ থানায় দায়িত্বকালীন সময়ে একটি মামলা সংক্রান্ত ঘটনা নিয়েই তাকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও চুনারুঘাটেও দায়িত্বকালীন থাকা সময়ে নানান অভিযোগ উঠে ওসি’র বিরুদ্ধে।
তিনি চুনারুঘাট দায়িত্বে থাকাকালীন উপজেলায় চোরাচালান, খুনসহ সামাজিক অপরাধ বেড়ে গিয়েছিল। চোরাচালান নিয়ে খুনের ঘটনাও ঘটে।
যদিও তিনি মাদকসহ চোরাচালানের বিষয়ে জেহাদ ঘোষণা করেছিলেন। কিন্তু এরপরও থামেনি চোরাচালান।
চোরাকারবারীরা কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে পাহাড়ী ছড়া দিয়ে চোরাচালানী করে যাচ্ছেই।
এদিকে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হককে প্রত্যাহারে ভুুুক্তভোগীদের মাঝে স্বস্থি ফিরে এসেছে।
Leave a Reply