নোয়াখালী চৌমুহনী পৌর নির্বাচনে ৬নং ওয়ার্ড নির্বাচিত কাউন্সিলর এনায়েত উল্যাহ রানা’র উপর হামলা, বোমা-বাজি, ভাংচুর, লুটপাট, অগ্নি সংযোগের ঘটনার অভিযোগে প্রতিদ্ধন্ধি পরাজিত প্রার্থীসহ এলাকার লোকজনের বিরুদ্ধে হয়রানিমূলক সাজানো মামলা দায়েরের প্রতিবাদে বুধবার করিমপুর রোডে সকাল ১১টায় ঘন্টাব্যাপী নাগরিক সমাজের উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভের পর তাঁর কুশপুত্তলিকায় জুতা পিটা করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কাউন্সিলর প্রার্থী খোকন ঘোষ, আবুল বাশার বাবুল, বেল্লাল হোসেন, আয়েশা আক্তার হিরা, কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি এ্যাড. পাপ্পু সাহা, আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান বাচ্চু, জান্নাতুল ফেরদাউস শিখা প্রমুখ।
বক্তাগণ বলেন, মাত্র ১৩ ভোটে নির্বাচিত বিজয়ী কাউন্সিলর এনায়েত উল্যাহ রানা ভোটের দিন রাতে বিজয় মিছিলে নিজেরা ফটকাবাজি, রং ছিটানো কর্মকান্ড করে এলাকায় ক্রাসের রাজত্ব কায়েম করে। তাদের নিজেদের কৃতকর্ম ধামা চাপা দিতে উল্টো সামনে কেউ যেন মাথা তুলে কথা বলতে না পারে সেজন্য ১৯ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় তাঁর নিজ ভাই একরাম উল্যাহ চৌধুরী রাফি কে দিয়ে গত ৩১ জানুয়ারি একটি মামলা করেন। যার নং- ৪৮ (০১) ২০২১ইং। তাঁরা অনতিবিলম্বে হয়রানিমূলক সাজানো মামলাটি প্রত্যাহার করার দাবি জানান। অন্যথায় সামনে বড় ধরনের আন্দোলনের কর্মসূচী হাতে নেওয়া হবে বলে হুমকি দেন।
Leave a Reply