চৌমুহনী পৌরসভায় মেয়র পদে ৬জন, ৯টি ওয়ার্ডে ৪২ জন ও সংরক্ষিত মহিলা ৩টি ওয়ার্ডে ১৩ জনের মনোনয়ন দাখিল করেছেন।
তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভার মধ্যে চৌমুহনী পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারী/২১। ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষদিন পর্যন্ত মেয়র পদে ৬টি, ৯টি সাধারন ওয়াডের্ ৪২ জন, সংরক্ষিত ৩টি মহিলা ওয়ার্ডে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ প্রার্থী আক্তার হোসেন ফয়সল, বিএনপি প্রার্থী জহির উদ্দিন হারুন, জাকির হোসেন [ ইসলামী আন্দেলন বাংলাদেশ], সাহাব উদ্দিন [ জাতীয় পার্টি], খালেদ সাইফুল্লাহ ও মহিন উদ্দিন [ স্বতন্ত্র]।
Leave a Reply