চৌমুহনী পৌরসভায় মেয়র আক্তার হোসেন ফয়সলের সভাপতিত্বে রোববার সকাল ১০টায় তাঁর কার্যালয়ে নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) এক সভা অনুষ্ঠিত হয়।
এতে আলোচনা করেন, কাউন্সিলর নুরুল ইসলাম বাবুল, মোঃ সাহাব উদ্দিন, চন্দনা রানি মজুমদার, হেলেনা আক্তার, পৌরসভার প্রকৌশলী মোঃ জাকির হোসেন, সচিব মোঃ কাইয়ুম উদ্দিন, মাষ্টার আবদুল লতিফ, অধ্যাপক রশিদ আহম্মদ, নোয়াখালী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় এর বেগমগঞ্জ প্রতিনিধি মোঃ আনোয়ারুল করিম মানিক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনির উদ্দিন প্রমুখ।
সভায় মেয়র বলেন, পৌরসভার শত শত কোটি টাকার প্রকল্প কাজ শেষ হয়েছে। এছাড়াও চলমান কাজগুলো সঠিকভাবে শেষ করতে সকলের ভূমিকা অপরিসীম। তাই উন্নয়ন মূলক কাজে কোন অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না।
Leave a Reply