শনিবার বহুল প্রতিক্ষিত নোয়াখালীর চৌমুহনীর পৌরসভায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনে মেয়র পদে ১ জন, সাধারণ কাউন্সিলর ৯ জন এবং সংরক্ষিত ৩ জন মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছে। তারা আগামী ৫ বছরের জন্য পৌর বাসির কল্যাণে পরিষদ পরিচালনা করবেন বলে ভোটাররা আশা করেন।
বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেয়র পদে নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মামুনুর রশিদ কিরণের সহোদর বড় ভাই মুক্তিযোদ্ধা মোঃ খালেদ সাইফুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোবাইল ফোন মার্কা নিয়ে বর্তমান মেয়র আক্তার হোসেন ফয়সলের চেয়ে ২ হাজার ৪’শ ৭৯ ভোট বেশী পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। উক্ত নির্বাচনে ১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে নুরুল ইসলাম বাবুল, ২নং ওয়ার্ডে রাকিব উদ্দিন চৌধুরী, ৩নং ওয়ার্ডে আবদুল্লাহ আদর, ৪নং ওয়ার্ডে মোঃ জাহাঙ্গীর আলম, ৫নং ওয়ার্ডে মোঃ আনোয়ার হোসেন, ৬নং ওয়ার্ডে এনায়েত উল্যাহ চৌধুরী রানা, ৭নং ওয়ার্ডে সাহাব উদ্দিন কাজল, ৮নং ওয়ার্ডে মোঃ আবুল কালাম আজাদ, ৯নং ওয়ার্ডে মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু নির্বাচিত হন। এছাড়াও সংরক্ষিত ১,২,৩নং ওয়ার্ডে জেসমিন আক্তার, ৪,৫,৬নং ওয়ার্ডে জাহানারা বেগম জানু, ৭,৮,৯নং ওয়ার্ডে হেলেনা বেগম প্রতিদ্ধন্দী প্রার্থীদের চেয়ে বিপুুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়।
পৌরসভার নাগরিক সমাজ ও ব্যবসায়ীরা বলেন, বর্ধিত হোল্ডিং ট্যাক্স কমানো, নিরাপত্তা, যানযট নিরসন, চাঁদাবাজি রোধসহ জনগনের আশা আকাঙ্খা পূরণে নতুন মেয়র ও কাউন্সিলরগণ সচেতন ভূমিকা রাখবেন বলে নতুন পরিষদের নিকট আশা করেন।
Leave a Reply