নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৩নং চরক্লার্ক সোলাইমান বাজারের দক্ষিন পাশে অবস্থিত ছনখোলা পুলিশ ক্যাম্পে এ এসআই আক্তারুজ্জামানের বদলি।
গত (২১ নভেম্বর) বৃহস্পতিবার নোয়াখালী জেলা পুলিশ অফিস থেকে বদলির এই ঘোষণা আসে। তাকে নোয়াখালী সদর উপজেলার মাইজদী কোটে বদলি করা হয়েছে।
তিনি ২০২১ সালের (২৫ অক্টোবর) মাসে ছনখোলা থানাতে এ এসআই পদে যোগদান করেন।
প্রতিবেদন সংগ্রহকালে তিনি দৈনিক খোলাচোখের সাংবাদিক রাশেদুল ইসলামের প্রশ্নের জবাবে বলেন- আমি আমার যতটুকু চেষ্টায় ছনখোলা থানার আওতাধীন এলাকা সমুহ কে সুশৃঙ্খলভাবে পরিচালিত করছি,আপনারা জানেন ৮নং মোহাম্মদপুরে নিত্যই বিভিন্ন ঘটনা ঘটে, চুরি ডাকাতি হামলা, জমিদখল সহ অনেক কিছু , আমাদের থানায় যদি কেউ অভিযোগ করে, আমরা যথেষ্ট পরিমান আসামী ধরার চেষ্টা করি।
আর আরেকটা বিষয়ে তিনি বলেন-সোলাইমান বাজারে দুই গ্রুপে (সেলিম, মাহে আলম) আগে নিয়মিত মারপিট চলতো আমি আসার পর থেকে আমি তাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি,এখন তাদের মাঝো আগের মতো আর মারপিট হয় না। আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন-মোহাম্মপুরের বিভিন্ন স্থানে জুয়ার(লুডু,তাস,বাজী,প্রভৃতি) আসর বসতো। এখন অনেকটা নিয়ন্ত্রণে আছে।
স্থানীয় কয়েকজনের সাথে কথা বললে তারা জানায় আমরা স্যারের বদলি খবর শুনে অনেকটায় কষ্ট পাচ্ছি,কারণ আমরা যখন যেটার জন্য যেতাম তখনই তিনি আমাদের উপকারের চেষ্টা করতেন।সোলাইমান বাজারের ব্যবসায়ী মনির হোসেন বলেন-আমি অনেকটায় কষ্ট পাচ্ছি এই কারণে তিনি আমার দোকানে নিয়মিত বসতো, ওনার ব্যবহার ছিলো শালীন, নম্র ভদ্র ছিলেন, কিন্তু হঠাৎ করে বদলির খবর শুনে খুবই খারাপ লাগছে।
ওনার বদলির পর ছনখোলা পুলিশ ক্যাম্পে আরেক এ এসআইয়ের যোগদান হয়েছে।
Leave a Reply