ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে শাহবাগ থানা পুলিশসহ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটকের বিষয়টি স্বীকার করেনি।
ভাংচুর ও সরকারি কাজে বাধার অভিযোগে আখতারের নামে শাহবাগ এবং মতিঝিল থানায় দুটি মামলা রয়েছে। যার একটিতে (শাহবাগ থানা) তিনি ১ নম্বর আসামি। তাকে তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসাইন।
তিনি জানান, কাম্পাসের আইন বিভাগের সামনে থেকে শাহাবাগ থানা পুলিশ তাকে তুলে নিয়ে গেছে। যোগাযোগ করা হলে শাহবাগ থানার ওসি মামুন অর রশিদ জানান, তাকে আটকের বিষয়টি আমাদের জানা নেই।
Leave a Reply