জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের সন্তান সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের প্রিয়মূখ মিরপুর বাজারের সফল ব্যবসায়ী ফয়ছল হোসেন স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর সোমবার মিরপুর বাজারে মিরপুর ইউনিয়ন নাগরিক সমাজের উদ্যোগে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
হলিয়ারপাড়া জামেয়া ক্বাদেরিয়া সুন্নীয়া ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা মহি উদ্দিন এমরানের সভাপতিত্বে, শিক্ষক মিজানুর রহমান ও সমাজসেবক আখলুল করিমের যৌথ পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন হলিয়ারপাড়া জামেয়া ক্বাদেরিয়া সুন্নীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড.মঈনুল ইসলাম পারভেজ, মিয়ার বাজার শাহচান্দ শাহকালু ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান, মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হরমুজ আলী মাস্টার, মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম.এ নুর, মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমান,আওয়ামীলীগ নেতা ও লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজী ইলিয়াছ আহমেদ, মরহুম ফয়ছল হোসেনের চাচা মুক্তার আলী, প্রবাসী কমিউনিটি নেতা নোমান আহমদ, বিএনপি নেতা নেওয়ার খাঁন, এম এম সুহেল, আইডিয়াল ভিলেজ ফোরামের সভাপতি মোজ্জাকির হোসেন, মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তাক আহমদ, ব্যবসায়ী রফিক উদ্দিন, যুবদল নেতা জুবেদ আলী লখন, মালেক খান, সেচ্ছাসেবকদল নেতা হাজী হারুনুর রশীদ, সামছুজ্জামান শামীম, সাইফুল ইসলাম জাবেদ, প্রবাসী সাহাব উদ্দিন, সমাজকর্মী সালাহ উদ্দিন সাজু, ব্যবসায়ী ইব্রাহিম আহমদ, নাহিদ খান, মোজ্জামিল আলী, কবি আজির উদ্দিন, শাজন মিয়া, এরশাদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন মিরপুর ইউনিয়ন পরিষদের মেম্বার খলিল মিয়া, নেওয়ার হোসেন, ব্যবসায়ী আফরোজ আলী, শানুর আলী, আলি হোসেন, সাব্বির মিয়া, আব্দুল কাহার, সমাজকর্মী মোল্লা মোঃসুলতান, বরকত আকবর, গোলাম শাহরিয়ার আনু, খছরু মিয়া, আনু মিয়া, আলী আকবর, রুবেল মিয়া, রফি খান, শিপু খান প্রমুখ।বক্তারা বলেন, প্রজ্ঞা,ব্যক্তিত্ব আর সাংগঠনিক নেতৃত্বের বলিষ্ঠতায় ফয়ছল হোসেন হয়ে উঠেছিলেন অনন্য। দলমত নির্বিশেষ সকল শ্রেণি পেশার মানুষ মরহুম ফয়ছল হোসেনের কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।
শোক সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আব্দুল খালিক।পরে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ ড. মঈনুল ইসলাম পারভেজ।
Leave a Reply