সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে আধিপত্য বিস্তারের জের ধরে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে জুম্মানসহ তার লোকজন প্রতিপক্ষ নাহিদ এর বাড়ীতে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর করে। ২৮ এপ্রিল শুক্রবার রাতে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের সৈয়দ ছুরমান আলীর বাড়ীতে এ হামলার ঘটনাটি ঘটে। এ বিষয়ে সৈয়দ ছুরমান আলীর স্ত্রী সৈয়দা রফা বেগম জানান , ছাত্রলীগের কমিটি স্থান পেতে আধিপত্যকে কেন্দ্র করে আমার ছেলে নাহিদের সাথে আমাদের গ্রামের বাদশা মিয়ার পুত্র জুম্মান মিয়ার সাথে সৈয়দপুর বাজারে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জেরে জুম্মান, মারজান,রেজুওয়ান ও বাদশা মিয়ার নেতৃত্বে ১০ থেকে ১৫ জন লোক আমার বাড়ীতে এসে হঠাৎ করে হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়ীতে হামলা চালিয় আমার বসত ঘরে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে। পরে গ্রামের লোকজন এসে হামলা কারীদের কবল থেকে আমাদের উদ্ধার করেন। হামলাকারীরা যাওয়ার সময় আমার ছেলে নাহিদকে প্রানে হত্যা করবে বলে হুমকি দেয়।
Leave a Reply