সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শতাধিক অসহায়- দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ ও জুতা বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৮ জুন) বিকেলে সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর- শান্তিগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী, জাতীয়তাবাদী দলের নেতা, জগন্নাথপুর বাজারের ব্যবসায়ি আশরাফুল হক সুমনের উদ্যোগে তাহার প্রবাসী আত্মীয়র পক্ষ থেকে জগন্নাথপুর বাজারে শতাধিক অসহায়- দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ ও ঈদ সামগ্রী জুতা সহায়তা প্রদান করা হয়। এ সময় আশরাফুল হক সুমন বলেন, অসহায়- দরিদ্র মানুষ পরিবার পরিজন নিয়ে চরম সংকটে দিন পার করছে। তাদের পাশে দাঁড়ানো প্রবাসী ও বিত্তবানদের দায়িত্ব। তা না হলে এ মানুষগুলো আরো বেশি অসহায় হয়ে পড়বে। মানুষের দু:সময়ে মানুষকেই পাশে দাঁড়াতে হবে। আশরাফুল হক সুমন আরো বলেন, সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে আমি আমার প্রবাসী স্বজন ও নিজ উদ্যোগে দীর্ঘদিন ধরে মাঠে কাজ করে যাচ্ছি। তিনি অসহায় মানুষের কল্যানে প্রবাসী ও বিত্তবানদের সহযোগিতা কামনা করছে।
Leave a Reply