এনটিআরসিএ কর্তৃক ইনডেক্সধারী শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তির দাবীতে শিক্ষামন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছে। সোমবার (২রা অক্টোবর) জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষকদের পক্ষে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কামরাখাই জয়নগর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো: রবিউল হাসান এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, লক্ষাধিক শিক্ষক দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে শিক্ষকতা করতেছেন। এর মধ্যে একটা বিশাল অংশ মহিলা শিক্ষক। মহিলা শিক্ষকরা পরিবার ও নিজ এলাকা ছেড়ে দেশের অন্য প্রান্তে শিক্ষকতা করায় নিরাপত্তায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইতোমধ্যে অনেকেই যৌন হয়রানির স্বীকার হয়েছে। এসব বিষয় নিয়ে জাতীয় প্রেসক্লাবে মানব বন্ধন ও হয়েছে। দেশের একপ্রান্ত হতে অন্যপ্রান্তে শিক্ষকতায় বড় বাধা হয়ে দাড়ায় আঞ্চলিক ভাষা। এতে পাঠদান করা অত্যান্ত কষ্ট হয়ে পড়ে। দূরে শিক্ষককতা করার কারণে সময় মতো স্ত্রী, পুত্র, মা-বাবার খোঁজ খবর রাখতে পারছেননা শিক্ষকরা। আত্মীয় স্বজন মারা গেলেও দেখতে না পারার কষ্ট তো আছেই। এছাড়া ও দেশের অধিকাংশ প্রতিষ্ঠানের শিক্ষকেরা কমিটি, প্রতিষ্ঠান প্রধান অথবা লোকাল শিক্ষক দ্বারা নির্যাতিত হচ্ছেন। এছাড়া শত শত কিলোমিটার দূরে শিক্ষকতায় কম বেতনে বাড়ি আসা যাওয়া কষ্ট কর হয়ে পড়ছে। এসব কারণে অনেক শিক্ষক চাকুরী ছেড়ে দিয়েছে এবং অনেক শিক্ষক চাকুরী ছেড়ে দিতে মনস্থ করেছেন। পূর্বে কমিটি নিয়োগের সময় এবং এনটিআরসি নিয়োগের সময় প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ ছিল, যা বর্তমানে নেই। তাই শিক্ষা ও শিক্ষক বাঁচাতে বাজেটবিহীন ইনডেক্সধারীদের জন্য আলাদা গনবিজ্ঞপ্তি জরুরী হয়ে পড়েছে। আরো উল্লেখ করেন, শিক্ষকরা অনেক সময় প্রতিষ্ঠান থেকে ছুটি পায়না। ইনডেক্সধারী শিক্ষকদের বুক ফাটা কান্নায় প্রকৃতি ভারি হয়ে উঠেছে। এর দাবীতে বিভিন্ন সময়ে জাতীয় প্রেসক্লাবে বার বার মানব বন্ধন, শাহবাগে অবস্থান কর্মসূচি এবং মন্ত্রণালয় এনটিআরসি তে স্বারক লিপি দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রী বিভিন্ন সময় প্রতিষ্ঠান পরিবর্তন এর দাবিকে যুক্তিক বললেও এ বিষয়ে কোন প্রদক্ষেপ না নেয়ায় শিক্ষকরা প্রতিষ্ঠান পরিবর্তনসহ তাদের দাবী বাস্তবায়ন হচ্ছেনা। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় দেড় শতাধিক শিক্ষক শিক্ষিকা রয়েছে। গনবিজ্ঞপ্তি প্রকাশ করা হলে এ উপজেলা কর্মরত বিভিন্ন অঞ্চলের শিক্ষকরা তাদের নিজ জেলা ও উপজেলায় যেতে পারবে।
Leave a Reply