আসন্ন কোরবানীর ঈদে বিক্রির জন্য ৮মন ওজনের ষাঁড় প্রস্তুুত করেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামের মৃত এলকাছ আলীর ছেলে জালাল উদ্দিন। এ ষাঁড়টি দেখার জন্য জেলা সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন লোকজন ভীড় করছেন। গরুর মালিক জালাল উদ্দিন জানান, উপজেলার মধ্যে তার পালিত ষাঁড়টি সব চেয়ে বড়। ষাঁড়টিতে ৮মণ এর অধিক মাংস হবে। ষাঁড়টি দাম হাকাচ্ছেন সাড়ে ৩ লক্ষ টাকা। বিভিন্ন ক্রেতারা ২লক্ষ ৩০ হাজার থেকে আড়াই লক্ষ টাকা দাম বলছেন। ৩ লক্ষ টাকা হলে নিজের শখের ষাঁড়টি বিক্রি করে দিবেন। আগ্রহী ক্রেতারা ০১৭৬৫-৩৫৫৫২৫ নাম্বারে যোগাযোগ করতে পারবেন।
Leave a Reply